✨ ভিটামিন সি সিরাম ব্যবহারের সময় যে ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ✨
✅ টাইমিং: যদিও কোনো ধরাবাঁধা নিয়ম নেই কখন ভিটামিন সি ব্যবহার করতে হবে, তবে মর্নিং স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি বেস্ট কাজ করে। তবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না কিন্তু!
✅ সিরিয়াল: সঠিকভাবে লেয়ারিং স্কিন কেয়ার প্রোডাক্টস এর কার্যকারিতা অনেকাংশে বাড়িয়ে দেয়। কোনো একটা টোনারের পর ভিটামিন সি সিরাম ব্যবহার সবচেয়ে কার্যকর। সিরাম ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ময়েশ্চারাইজার ও সানক্রিন ব্যবহার করুন।
✅ কনসেনট্রেশন ও ফর্মুলা: স্কিন টাইপ ও কনসার্ন বুঝে সিরামের কনসেনট্রেশন ও ফর্মুলা ঠিক করতে হবে। সিরাম সাধারণত ২-২০% কনসেনট্রেশনের হয়। বিগিনার্সদের কম কনসেনট্রেশন থেকে সিরাম ব্যবহার শুরু করা উচিত।
✅ উপাদানের সংমিশ্রন: সিরাম ব্যবহার করার সময় সিরামে কি কি একটিভ উপাদান আছে তা দেখে নিতে হবে। বেশিরভাগ সিরামে কার্যকারিতা বৃদ্ধির জন্য একাধিক একটিভ উপাদান থাকে।
✅ পেয়ারিং: বেশিরভাগ উপাদান ভিটামিন সি সিরামের সাথে পেয়ার আপ করা যায়। তবে রেটিনল ও বেনজল রেডিকেলস এভয়েড করুন। প্রয়োজনে আলাদা ২দিন ব্যবহার করুন।
আর অবশ্যই যেকোনো প্রোডাক্টস ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না।
যারা একদমই বিগিনার্স তারা তাদের স্কিন কেয়ার রুটিনে এড করতে পারেন Some By Mi Galactomyces Pure Vitamin C Glow Serum! এতে ৩% ভিটামিন সি রয়েছে যা বিগিনার্সদের জন্য হতে পারে বেস্ট অপশন! তাছাড়া আরেকটু বেশি কনসেনট্রেশন চাইলে নিতে পারেন Purito Vitamin C Serum! এতে ৫% ভিটামিন সি রয়েছে যা বর্তমানে সবচেয়ে ফ্যান ফেবারিট একটি ভিটামিন সি সিরাম! যারা অলরেডি ভিটামিন সি ব্যবহার করেছেন তারা নিতে পারেন The body Shop Vitamin C Glow Revealing Serum! এতে ১০% ভিটামিন সি রয়েছে! ফলে যারা বিগিনার্স কিংবা ভিটামিন সি পারসেন্টেজ বাড়ানোর কথা ভাবছেন তাদের জন্য পারফেক্ট!
যারা একটু হাই কনসেনট্রেশন চান বা অনেক দিন ধরে ভিটামিন সি ব্যবহার করেছেন তারা Cosrx The Vitamin C 13 কিংবা 23 Serum নিতে পারবেন! এতে আছে হাই কনসেনট্রেশন ভিটামিন সি! আর Cosrx পরীক্ষিত বেস্ট ব্র্যান্ড! তাই সবাইকে মোটামুটি এই সিরাম ২টি স্যুট করে!
তাহলে জেনে গেলেন তো ভিটামিন সি সিরাম সম্পর্কে? প্রয়োজন বুঝে আজই একটি ভিটামিন সি সিরাম রুটিনে এড করে নিন আর পান প্রাণবন্ত গ্লো!