Niacinamide: The Hero Ingredient

Niacinamide: The Hero Ingredient

ঐদিন একটা মজার কথা পড়লাম Niacinamide নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময়: In a world full of retinol, hyaluronic acid, and vitamin C, be someone’s niacinamide!


স্কিনকেয়ার নিয়ে ইন্টারেস্টেড সবাই নিশ্চিত নিয়াসিনামাইডের নাম শুনেছেন। Multitasker এই active ingredient স্কিনের হেলদ ধরে রাখতে অত্যন্ত কার্যকর। 


Niacinamide বলিরেখা, সূক্ষ্ম রেখা, শুষ্কতা, দাগ এবং uneven skin texture উন্নত করে।  এটি ব্রণ এবং রোসেসিয়ার লক্ষণগুলি কমাতেও সাহায্য করে, সেইসাথে হাইড্রেশন বাড়ায় এবং স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে।


চলুন আজকে জেনে নেই Niacinamide ব্যবহারের কিছু do's and don'ts নিয়ে 🤩


💓 অবশ্যই ক্লিন ফেসে সিরাম এপ্লাই করতে হবে। স্কিন কনসার্ন বুঝে সঠিক ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ, সানস্ক্রিন সহ যাবতীয় ময়লা পরিষ্কার করে নিন যেকোনো সিরাম বা প্রোডাক্টস এপ্লাইয়ের পূর্বে।

💓 ভালোভাবে স্কিন ড্রাই করে নিতে হবে। শুকনো পরিষ্কার ত্বকে নিয়াসিনামাইড এপ্লাই করতে হবে। 

💓 সিরাম এপ্লাইয়ের আগে পছন্দের টোনার ব্যবহার করতে পারবেন। টোনার ব্যবহারের পর ২০-৩০ সেকেন্ড অপেক্ষা করুন যাতে ভালোভাবে স্কিনে টোনার এবসর্ব হয়।

💓 ২-৩ ফোঁটা সিরাম সারামুখে, গলায় ও ঘাড়ে এপ্লাই করবেন। অন্য সিরাম যেমন রেটিনল বা হায়ালুরোনিক এসিড ব্যবহার করলে তা নিয়াসিনামাইডের পর ব্যবহার করতে হবে। পর পর ২টি সিরাম ব্যবহারের ক্ষেত্রে ২টি সিরাম এপ্লাইয়ের মাঝে ১-২ মিনিট গ্যাপ দিন।

💓 অবশ্যই সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজার ও SPF এপ্লাই করতে ভুলবেন না।


🌼 প্রতিদিন নিয়াসিনামাইড এপ্লাই করা যাবে।

🌼 নিয়াসিনামাইড AM-PM ব্যবহার উপযোগী।

🌼 ভালো রেজাল্টের জন্য কমপক্ষে ৫% concentration serum use করা উচিত।

🌼 কমপক্ষে ১৫ মিনিট সিরাম স্কিনে রাখতে হবে। চাইলে সারারাত রাখা যাবে।

🌼 সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী।

🌼 সব ধরনের active ingredients এর সাথে নিয়াসিনামাইড pair up possible. তবে অনেকে নিষেধ করেন ভিটামিন সি এর সাথে নিয়াসিনামাইড ব্যবহার করতে। সেক্ষেত্রে ২টি সিরাম দিনের আলাদা আলাদা সময় ব্যবহার করা যাবে।

🌼 নিয়াসিনামাইড কিন্তু স্কিন whitening করে না। কিন্তু hyperpigmentation, uneven skin texture and dark spots দূর করে সফট স্মুথ স্কিন দেয় ফলে স্কিন ব্রাইট ও গ্লোয়ি লাগে🥰



নিয়াসিনামাইডের জগতে সবচেয়ে বিখ্যাত  হল Ordinary Niacinamide 10%+Zinc 1%! এটি ব্যবহার করে উপকার পাননি এমন কাউকে সম্ভবত পাওয়া যাবে না! আরেকটি বিখ্যাত পরীক্ষিত উদাহরণ হল Tiam Vita B3 Serum! অনেকেই জানেন যে Vitamin B3 এর একটি রূপ হল নিয়াসিনামাইড!


ডার্ক স্পট দূর করতে Anua niacinamide 10%+TXA 4% dark spot correcting serum, ও Axis Y Dark Spot Correcting Serum অত্যন্ত কার্যকর! এই জনপ্রিয় ২টি সিরামেই আছে নিয়াসিনামাইড!


যারা বিগিনার্স আর ব্রাইটেনিং ও গ্লোয়িং স্কিনের জন্য নিয়াসিনামাইড এড করতে চান তারা Anua Peach Niacin Serum(5% niacinamide), Beauty of Joeseon Glow Serum(Niacinamide+Propolis), অথবা Skin1004 centella brightening capsule ampoule ব্যবহার করতে পারবেন! কোরিয়ান নিয়াসিনামাইড জগতে বিখ্যাত এই ৩ ব্র্যান্ডের এই ৩টি নিয়াসিনামাইড অপশনই কাল্ট ফেবারিট! 


নিয়াসিনামাইডের বাজেট ফ্রেন্ডলি অপশন যারা চান তাদের জন্য আছে Cos de BAHA AN Serum(Niacinamide+Alpha Arbutin)! বিগিনার্সদের জন্য বেস্ট চয়েজ হতে পারে এটাও!


তো জানলেন তো নিয়াসিনামাইড সম্পর্কে? আজই স্কিন কন্ডিশন অনুযায়ী এড করে ফেলুন একটি নিয়াসিনামাইড সিরাম আর পান কাঙ্ক্ষিত স্কিন!