ক্লে মাস্ক: স্কিন কেয়ার রুটিনের নতুন বন্ধু

ক্লে মাস্ক: স্কিন কেয়ার রুটিনের নতুন বন্ধু

ফেসে যেকোন একটা ক্লে মাস্ক লেয়ার করে সপ্তাহে কিছুটা সময় "মি টাইম" কাটাতে কিন্তু দারুণ লাগে। আমার স্কিন ওয়েলি হওয়ায় যেকোন প্রোগ্রামের আগে ও পরে আমি রেগুলার ক্লে মাস্ক ব্যবহার করি। এতে মেকআপ ভালো বসে, স্কিন ম্যাট লাগে, ওয়েলি হয় না স্কিন, আবার সারাদিন মেকআপের পর স্কিনের সব টায়ার্ডনেস ও ডালনেস দূর হয়ে আবার স্কিন সতেজ হয়ে উঠে।


তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের অধিকারীদের মধ্যে ক্লে মাস্ক খুব জনপ্রিয়, ক্লে মাস্কের ইমপিউরিটিস অপসারণ করার ক্ষমতা, পোরসের এপিয়ারেন্স হ্রাস করা এবং অতিরিক্ত তেল শোষণ করার ক্ষমতার জন্য। কিন্তু যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল তারাও কিন্তু ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন এর হাইড্রেটিং এবং সুদিং বৈশিষ্টের জন্য।  


✅ নিয়মিত ক্লে মাস্ক ইমপিউরিটিস দূর করতে সাহায্য করে:


 দৈনিক ক্লিনজিং ময়লা এবং ব্যাকটেরিয়া মত পোরস ক্লগ করে এমন ইমপিউরিটিস দূর করলেও ক্লে মাস্কের প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হল সুপার ডিপ ক্লিনের জন্য এর অতিরিক্ত তেল-শোষণকারী বৈশিষ্ট্য।  ক্লে মাস্ক ব্যবহারের পর ত্বক এক্সট্রা ফ্রেশ ও স্মুথ লাগে।


✅ ক্লে মাস্ক অতিরিক্ত শাইনি ভাব দূর করতে পারে:


 যাদের ত্বক তৈলাক্ত, নিয়মিত ক্লে মাস্কের ব্যবহার তাদের ত্বকের অতিরিক্ত শাইনি ভাব দূর করে। বিশেষত কাওলিন - যা সাদা কাদামাটি নামেও পরিচিত তাদের জন্য দারুণ - এটি মোটেও হার্শ না কিন্তু সহজেই অতিরিক্ত তেল এবং ইমপিউরিটিস পোরসের গভীর থেকে বের করতে কাজ করে।


✅ ক্লে মাস্ক কামিং ও সুদিং হতে পারে:

 ত্বক স্ট্রেসড হয়ে আছে?  ক্লে মাস্কের কিন্তু ত্বক-শান্তকারী এবং তেল-শোষণকারী উভয় বৈশিষ্ট্যই রয়েছে, যা এটি সংবেদনশীল ত্বকের পাশাপাশি তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বক উভয়ের জন্যই এটি উপযোগী করে তোলে।


তাছাড়া রেগুলার ক্লে মাস্ক ব্যবহার-

✅ বাম্পস দূর করে

✅ ইভেন টেক্সচার প্রদান করে

✅ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস দূর করে

✅ব্লেমিশেস দূর করে

✅মৃদু এক্সফোলিয়েশন করে

✅ ডালনেস দূর করে


ক্লে মাস্কের মধ্যে জনপ্রিয় Isntree mugwort calming clay mask ও Fully Green Tomato Clay Pack Cleanser! সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী এই দুটি ক্লে মাস্ক রেগুলার ব্যবহার করা যাবে! তাছাড়া যারা ডিট্যান চান তারা নিতে পারেন Dot and Key Mango Detan Clay Mask! জনপ্রিয় আরো ক্লে মাস্কের মধ্যে রয়েছে Dot and Key Pollution and Acne Defense Green Clay Mask, Beauty Formulas Ginger and Turmeric Superfood Clay Mask, Innisfree Volcanic Pore Clay Mask ইত্যাদি! 


তাহলে জেনে নিলেন তো ক্লে মাস্ক সম্পর্কে? কি ভাবছেন? কি এড করবেন তো স্কিন কেয়ার রুটিনে একটা ক্লে মাস্ক?